ঢাকাশুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

অক্ষয় কুমার ও টাবু ১৪ বছর ভূত বাংলো’ সিনেমায়

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২০, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

অক্ষয় কুমার ও টাবু বলিউডের জনপ্রিয় দুই তারকা । সর্বশেষ ২০০০ সালে ‘হেরা ফেরি’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল তাদেরকে। এরপর কেটে গেছে ১৪ বছর। দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় জুটি বাঁধছেন অক্ষয়-টাবু।

সবকিছু ঠিকঠাক থাকলে প্রিয়দর্শনের পরিচালনায় ‘ভূত বাংলো’ সিনেমায় দেখো যাবে এই জুটিকে। সিনেমায় মুখ্যভূমিকায় রয়েছেন অক্ষয়। সিনেমাটির নির্মাণের ঘোষণার পর থেকেই এটি দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকেরা।

অক্ষয়ের পরনে সাদা শার্ট, একরঙা ধুতির সঙ্গে হাফ জ্যাকেট। গলায় বাঁধা লাল রুমাল। লণ্ঠনের আলোয় চোখ কুঁচকে কিছু যেন দেখার চেষ্টা করছেন তিনি। পোস্টারে সবার নজর কেড়েছে অক্ষয়ের পেছনে থাকা এক বিশাল পুরোনো আমলের প্রাসাদ। নতুন ছবির খবর প্রকাশ্যে আসা মাত্রই তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। পাশাপাশি তুমুল হইচই পড়ে যায় নেটিজেনদের মাঝে।

‘ভূত বাংলো’ সিনেমার পোস্টার মুক্তি পর তাতে দেখা যায়, অদ্ভুতুড়ে নীলচে রঙের আবহ। বলা যায়— গা ছমছমে অবস্থা। সেই আধাঁর কাটছে অক্ষয়ের হাতে ধরা এক ছোট্ট লণ্ঠনের আলোয়; এক প্রাসাদের গেটের ওপর বসে আছেন অভিনেতা।

এ দিকে মুম্বাই সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিলে শেষ হবে ‘ভূত বাংলো’সিনেমার শুটিং। আর এটি মুক্তি পাবে ২০২৬ সালে।

৭০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।