মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় । প্রাণহানি না ঘটলেও গুরুতর আহত হয়েছেন এক পল্লী চিকিৎসক।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ওসমানী হাসপাতাল ফাঁড়ি পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সিলেটগামী একটি বেপরোয়া গতির পিকআপ বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে শেখ শহিদুল্লাহ (৪৫) নামের মোটরসাইকেল চালক ছিটকে গিয়ে রাস্তার পাশের ঝোপে পড়ে গুরুতর আহত হন। তাঁর একটি হাত ও একটি পা ভেঙে যায়।
শহিদুল্লাহ দক্ষিণ সুরমার নাজিরবাজারের ফার্মেসি ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক। তিনি দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে নাজিরবাজারে বসবাস করছেন।
১১ বার পড়া হয়েছে।