ঢাকাশুক্রবার , ১৬ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অধ্যক্ষ মো. ফয়জুল হক ‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত

rising sylhet
rising sylhet
মে ১৬, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্কলার্সহোম মেজরটিলা কলেজ, সিলেট-এর অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত হয়েছেন। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত South Asia Development Council কর্তৃক এ সম্মাননা প্রদান করা হচ্ছে।

আগামী ১৮ মে ২০২৫, রবিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত JEN Maldives Malé by Shangri-La, Ameer Ahmed Magu-তে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে “Let’s all Forget about Discrimination and Create a Peaceful World” শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনার পার্টির আয়োজন থাকবে। এতে মালদ্বীপ সরকারের মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক ও সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

অফিসিয়াল পত্রের মাধ্যমে দক্ষিণ এশিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল-এর বাংলাদেশ প্রতিনিধি, উপদেষ্টা এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট অধ্যক্ষ ফয়জুল হককে আনুষ্ঠানিকভাবে সম্মাননার জন্য নির্বাচিত করার সুপারিশ করেন এবং তাঁর অংশগ্রহণ কামনা করেন।

প্রতিক্রিয়ায় অধ্যক্ষ জনাব হক বলেন, “এই সম্মাননাটি কেবল আমার প্রচেষ্টার স্বীকৃতি নয় বরং এর সাথে জড়িত সম্মিলিত সকলের প্রতিশ্রুতি ও আবেগের প্রমাণ। এটি আমাকে শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে এবং শিক্ষা ও আমার শিক্ষার্থীদের জন্য অর্থপূর্ণ ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে। আমি এই সম্মান আমার শ্রদ্ধেয় সকল শিক্ষকের প্রতি উৎসর্গ করতে চাই, শিক্ষার ক্ষেত্রে যাদের আত্নত্যাগ আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। আমি সাউথ এশিয়া ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং সকলের নিকট আন্তরিক দোয়া চাচ্ছি।

উল্লেখ্য, রোটারিয়ান অধ্যক্ষ মো. ফয়জুল হক এর আগেও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিস অ্যাওয়ার্ড, দার্জিলিং, ভারত।

সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড ২০২৩।

নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২৩।

৫ম গ্লোবাল চেঞ্জ মেকারস অ্যাওয়ার্ড ২০২৪, কুয়ালালামপুর, মালয়েশিয়া।

তিনি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এশিয়ান এডুকেশন সামিট-এ ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।