raising sylhet
ঢাকারবিবার , ১২ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

অনলাইন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মেহেদী হাসান খালেদের শেরেবাংলা পদক গ্রহন

rising sylhet
rising sylhet
মে ১২, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান খালেদ শেরেবাংলা পদক গ্রহন করেছেন। শেরেবাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন ভি আই পি অডিটোরিয়ামে শুক্রবার রাতে শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের বিচার পতি মোহাম্মদ ছিদ্দিকুর রহমানের হাত থেকে শেরে-বাংলা পদক গ্রহন করেন সাংবাদিক মেহেদী হাসান খালেদ ।

অনলাইন মিডিয়ায় বিশিষ অবদান রাখায় শেরেবাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ খোঁজে বের করে মেহেদী হাসান খালেদ কে এ পদক দেয়া হয়। অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট জেনারেল অব এম হারুন অর রশিদ বীর প্রতীক।

স্বাগত বক্তব্য রাখেন পরিষদের মহাসচিব সাংবাদিক রেজাউল করিম রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার।মানবাধিকার কর্মি মঞ্জুর হোসেন ইশার পরিচালনায় ও গবেষণা পরিষদের উপদেষ্টা সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গোব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের নানা বিষয়ের উপর অবদান রাখায় গুনীজনদের হাতে শেরে বাংলা পদক তুলে দেওয়া হয়।

১২০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।