ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান খালেদ শেরেবাংলা পদক গ্রহন করেছেন। শেরেবাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন ভি আই পি অডিটোরিয়ামে শুক্রবার রাতে শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের বিচার পতি মোহাম্মদ ছিদ্দিকুর রহমানের হাত থেকে শেরে-বাংলা পদক গ্রহন করেন সাংবাদিক মেহেদী হাসান খালেদ ।
অনলাইন মিডিয়ায় বিশিষ অবদান রাখায় শেরেবাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ খোঁজে বের করে মেহেদী হাসান খালেদ কে এ পদক দেয়া হয়। অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট জেনারেল অব এম হারুন অর রশিদ বীর প্রতীক।
স্বাগত বক্তব্য রাখেন পরিষদের মহাসচিব সাংবাদিক রেজাউল করিম রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার।মানবাধিকার কর্মি মঞ্জুর হোসেন ইশার পরিচালনায় ও গবেষণা পরিষদের উপদেষ্টা সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গোব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের নানা বিষয়ের উপর অবদান রাখায় গুনীজনদের হাতে শেরে বাংলা পদক তুলে দেওয়া হয়।