ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম

rising sylhet
rising sylhet
জুলাই ৩, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

২০২৪-২৫ অর্থবছরের জন্য গঠিত চলচ্চিত্র অনুদান কমিটি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে গত ২৫ মে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন। যদিও বিষয়টি প্রকাশ্যে আসে ১ জুলাই, যেদিন সরকার ৩২টি চলচ্চিত্রকে মোট ১৩ কোটি টাকার অনুদান প্রদানের প্রজ্ঞাপন প্রকাশ করে।

মম জানান, তিনি কোনো ধরনের ব্যক্তিগত স্বার্থ ছাড়াই কমিটিতে কাজ করতে চেয়েছিলেন। তবে বাস্তবে সে সুযোগ না পাওয়ায় নিজের জায়গায় অন্য কেউ দায়িত্ব নিলে তা কমিটির জন্য বেশি ফলপ্রসূ হবে বলে মনে করেন তিনি। অনুদানপ্রাপ্ত ছবিগুলোর নির্বাচন বা চূড়ান্ত সিদ্ধান্তে তার কোনো ভূমিকা ছিল না বলেও জানান এই অভিনেত্রী।

মম ছাড়াও আরও দুজন সদস্য—ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের শিক্ষক ও মঞ্চনির্দেশক তিতাস জিয়া এবং নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ—কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন। তারাও ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করেছেন।

প্রসঙ্গত, মম নিজে চলচ্চিত্রের সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুটিং ব্যস্ততার মাঝেও কমিটিতে কাজ করার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় শেষমেশ তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।