জহুরা ইসলাম :: অনুপ্রেরণার প্রতীক হিসেবে পাকিস্তানের মাটিতে দুলছে বাংলার পতাকা।
পাকিস্তানের ইসলামাবাদের সুপ্রিম কোর্টের সামনে চলছে বিশাল আন্দোলন র্যালি। বিগত কিছুদিন থেকে পাকিস্তানের ইসলামাবাদ সহ বিভিন্ন এলাকায় ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ মাঠে ময়দানে, রাজপথে আন্দোলন করছে বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে।
পাকিস্তানের জনগণ বলছেন তারা অন্যায় দুর্নীতি এবং স্বৈরাচারীদের বিরুদ্ধে এই সমস্ত প্রতিবাদের সাহস পেয়েছে বাংলাদেশকে দেখে। বাংলাদেশের ছাত্র জনতার কাছ থেকে!
বাংলাদেশ থেকে যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে বিতাড়িত হতে বাধ্য করেছে বাংলাদেশের ছাত্র জনগণ ঠিক সেভাবেই তারাও আজ তাদের দেশের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ও প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। ইমরান খান কে মুক্তির দাবিতে এবং সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে পাকিস্তানের শান্তি কামি জনগণ।
কিছুটা অবাক করা বিষয়। এটাই যে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ লড়েছে কথা বলার জন্য, স্বাধীনতা অর্জন করার জন্য, যে পাকিস্তানের জনগণ বাংলার জনসাধারণকে অমানবিকভাবে হত্যা করেছে। দেশীয় অন্তর্বর্তী শত্রুর সহযোগিতায় লুট করেছিল বাংলাদেশের সম্পত্তি। নির্বিচারে অনাচার করেছিল বাংলার নিরীহ নারীদের প্রতি। আজ সেই পাকিস্তানের জনগণের উৎসাহ আর অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে বাংলার জনগণ তথা সমগ্র বাংলাদেশ !
এটাই হচ্ছে বাংলাদেশের বারংবার বিজয় এবং সফলতা ।
আর এভাবেই সারা বিশ্বের মাঝে বাংলাদেশ একটি মাইল ফলক, রোল মডেল হয়ে তাড়াবে অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ!