দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পরদিন বৃহস্পতিবার অনুশীলন করেনি শ্রীলঙ্কা। তবে ঐচ্ছিক অনুশীলনে মাঠে এসেছেন বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার।
চট্টগ্রামে ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ।
মুশফিক-মিরাজ ছাড়াও ওয়ানডে স্কোয়াডের ওপেনার তানজিদ হাসান তামিম টি-টোয়েন্টি দলের সঙ্গে আজ অনুশীলনে যোগ দিয়েছেন। অনুশীলনে ব্যাটিং করার সময় কোমরে আঘাত পেয়েছেন ব্যাটার নাঈম শেখ, যদিও প্রথম দুই টি-টোয়েন্টির একাদশে ছিলেন না তিনি।
টি-টোয়েন্টি দলে থাকা নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ নাঈম শেখ, তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় মাঠে এসেছেন। নেটে দেখা গেছে মুশফিকুর রহিমকে। তাকে বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। তারা আছেন কেবল ওয়ানডে দলে।
১২৯ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।