
ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম জনপ্রিয় মাধ্যম ।
স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সিংহভাগই ফেসবুকের ব্যবহারকারী। এর মধ্যে অনেকেই এমন রয়েছেন যারা অন্য কোনও সোশ্যাল মিডিয়া সেভাবে ব্যবহার করেন না। ছবি শেয়ার থেকে শুরু করে কোনো স্ট্যাটাস শেয়ার, সবকিছুর জন্যই তারা ব্যবহার করেন ফেসবুকের মতো জনপ্রিয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম।
প্রয়োজনে কোনও পেজ থেকে প্রোমোশন করে প্রয়োজনীয় এনগেজমেন্ট বাড়াতে হয় তাদের। কিন্তু এটা হয়তো অনেকের অজানা, ফেসবুকে পোস্ট করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় নজরে রাখলেই এই সমস্যা সমাধান করা সম্ভব। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সময়। অর্থাৎ কোন সময় ফেসবুকে পোস্ট করছেন সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন ইচ্ছা পোস্ট করলেই কিন্ত ফেসবুকে সমান এনগেজমেন্ট পাওয়া সম্ভব নয়। কারণ সব সময় ফেসবুকের ট্র্যাফিক সমান থাকে না। এমনকি রোজ দিন তা সমান থাকে না। সেকারণে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে ফেসবুকে কন্টেন্ট আপলোড করা উচিত।
ফেসবুক ব্যবহার করলেও অনেকেই বিভিন্ন কারণে ওই প্ল্যাটফর্ম নিয়ে খুশি নয়। কেন? কারণ, এবিষয়ে অনেকেই জানিয়েছেন ছবি, ভিডিও বা কোনো স্ট্যাটাস যাই পোস্ট করা হোক না কেন সঠিক ভাবে কোনও এনগেজমেন্ট পাওয়া যায় না। যার ফলে সমস্যায় পড়তে হয় তাদের।
জেনে নিন ফেসবুকে কন্টেন্ট আপলোডের সঠিক সময়-এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে একটি গবেষণা সংস্থা। সেই রিপোর্ট অনুযায়ী, বিগত বছরগুলোতে দেখা গেছে, সকালের কিছু পরেই যদি ফেসবুকে পোস্ট করা হয় তাহলে সেক্ষেত্রে সবথেকে বেশি এনগেজমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকত। কিন্তু চলতি বছর থেকে পরিস্থিতি বেশ কিছুটা পরিবর্তন হয়েছে।
সোমবার থেকে শুক্রবার ভোর ৩টা থেকে এনগেজমেন্ট ভালো পাওয়ার সম্ভবনা থাকে। অন্যদিকে মঙ্গলবার সকাল ১০টা থেকে ভালো এনগেজমেন্ট পাওয়া যেতে পারে।
ওই প্রতিবেদন অনুযায়ী বর্তমানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খুব সকালে কন্টেন্ট পোস্ট করলে সবথেকে বেশি এনগেজমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে। এবং বেশি সংখ্যক মানুষ সেই কন্টেন্ট দেখেন।
মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ফেসবুকে পোস্ট করলে সবথেকে বেশি সুবিধা পাওয়া যেতে পারে। ওই রিপোর্ট অনুযায়ী শনিবার ফেসবুকে কন্টেন্ট আপলোড করা উচিত নয়। কারণ ওই দিন পোস্ট করলে এনগেজমেন্ট সবথেকে কম আসে।