ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

অন্তবর্তী সরকার সহ সংশ্লিষ্ট সকলের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি

rising sylhet
rising sylhet
আগস্ট ১৯, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

অন্তবর্তী সরকার সহ সংশ্লিষ্ট সকলের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।

দেশের অন্যান্য সেক্টরের প্রতি গুরুত্ব প্রদানের পাশাপাশি বিশেষভাবে নজর দেওয়া এবং প্রধান কাজ হচ্ছে আন্দোলনে আহত প্রত্যেকটি মানুষকে দায়িত্বের সাথে গুরুত্ব সহকারে সুস্থ করে তোলা।

নতুবা তাদের কাছে, জাতির কাছে, দেশের কাছে, বিশ্বের কাছে,সর্বোপরি মহান আল্লাহর কাছে আপনারা অকৃতজ্ঞ বলে গণ্য হবেন। কারণ আজ আপনারা বাংলার মাটিতে মিষ্টি বিলাচ্ছেন, দীর্ঘশ্বাস নিচ্ছেন ছোট ছোট চাওয়া গুলো নিয়ে আবারো আন্দোলনরত হচ্ছেন, স্বাধীনভাবে কথা বলছেন, এই সব কিছুর পিছনে প্রধান এবং একমাত্র অবদান হচ্ছে ঐ সমস্ত মানুষগুলো, যারা আজ হসপিটালের বারান্দায় গুলি বিদ্ধ হয়ে কাতরাচ্ছে।

তাই দয়া করে আগে ওদের দিকে এবং ওদের পরিবারের দিকে নজর দিন। যাতে তাদের পরিবার নিরাপদে থাকে এবং তারা দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসেন।

১৬৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।