raising sylhet
ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও গোপনে ধারণ,ইমোগ্রেশনে যুবক গ্রে ফ তা র

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৬, ২০২৪ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও গোপনে ধারণ ।

পর্ণোগ্রাফি আইনে প্রায় এক মাস আগে মামলা হয় বিশাল মিয়া নামের এক যুবকের বিরূদ্ধে।

সূত্র জানায়, সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চানপুর-শাহপুর গ্রামের রমজান আলীর ছেলে বিশাল। একই গ্রামের সাগর মিয়া চার মাস আগে বিয়ে করেছেন। বিয়ের আগে সাগর মিয়ার স্ত্রীকে প্রথমে প্রেমের প্রস্তাব ও পরে উত্যক্ত করতো বিশাল। সাগর মিয়ার সাথে বিয়ে হয়ে যাওয়ায় বিশাল আরো ক্ষীপ্ত হয়ে ওঠে। বিয়ের পর সাগর মিয়া ও তার স্ত্রীর দাম্পত্য জীবন সুখে শান্তিতেই চলছিল।

ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চানপুর শাহপুর এলাকায় ঘটেছে । বুধবার পালিয়ে বিদেশ যাওয়ার সময় বিশালকে আটক করে সরাইল থানাকে অবহিত করে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ। সরাইল থানা পুলিশ বিমানবন্দর পুলিশের জিম্মায় থাকা বিশালকে বুঝে নিয়ে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

পুলিশ হেফাজতে থেকেই নিজেকে নির্দোষ দাবী করে বিশাল বলেন, মুঠোফোনটি আমার কিন্তু ভিডিওটি আমি ধারণ করিনি। ধারণ করেছে আমার আরেক বন্ধু। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তির জিজ্ঞাসা বিশাল মিয়া পর্ণোগ্রাফি মামলার আসামী হয়েও পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে ও কোথায় থেকে পেলেন?

কারণ যেকোন মামলার আসামি তো পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার কথা না।

গত ২৭ জুলাই শনিবার রাত আনুমানিক ১টা থেকে ১টা ৩০ মিনিটে নিজেদের শয়ন কক্ষে লাইট জ্বালিয়ে সাগর ও তার স্ত্রী অন্তরঙ্গ মূহুর্তে ব্যস্ত ছিল। এ সুযোগ নিয়েছে বিশাল। ওই কক্ষের বাহির থেকে জানালার রড বাঁকা করে কৌশলে স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও মুঠোফোনে ধারণ করে নেয় বিশাল। ওই ভিডিও বিশাল বিভিন্ন লোকজনের কাছে হোয়াটস্ আপ, ম্যাসেঞ্জার, ইমু ও শেয়ারএইট সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ওই গৃহবধুর পরিবার স্বজনসহ লোকজন এই ভিডিও দেখে বিশালকে জিজ্ঞেস করলে দায় স্বীকার করে ভিডিও ডিলিট করে ফেলার আশ্বাস দেয়। কিন্তু পরবর্তীতে বেঁকে বসে বিশাল।

বর্তমানে ওই স্বামী স্ত্রীর পরিবারের সকল সদস্যই চরম হতাশা ও লজ্জাজনক পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছে। এই ঘটনায় পারভিন বেগম বাদী হয়ে বিশালকে আসামি করে ২৬ আগষ্ট সরাইল থানায় পর্ণোগ্রাফি আইনে একটি মামলা করেন। মামলার আসামী বিশাল নিজেকে এতদিন আত্মগোপনে রেখেছিল। অবশেষে বুধবার বিদেশ যাওয়ার জন্য সকল কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছিল। ইমোগ্রেশনে ধরা পড়ে বিমানবন্দর পুলিশ হেফাজতে নিয়ে যায় আসামী বিশালকে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, এতদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে থেকে পালিয়ে বিদেশ যাওয়ার সময় পর্ণোগ্রাফি মামলার আসামি বিশাল পুলিশের জালে ধরা পড়েছে। আমরা দাপ্তরিক সকল কাজ সম্পন্ন করে বিশালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।

২৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।