ঢাকাশনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

অপ্রাতিষ্ঠানিক নকশীকাঁথা প্রশিক্ষণের উদ্বোধন

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২১, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়, সদর কর্তৃক বাস্তবায়িত ও গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টার এর সহযোগিতায় অপ্রাতিষ্ঠানিক নকশীকাঁথা প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার এর ট্রেজারার আলী আহসান হাবীব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ার মীর্জা আসহাব বেগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার এর সভাপতি প্রফেসর কবির আহমেদ, ক্যাপ্টেন স্বপন রাজা, যুক্তরাষ্ট্র প্রবাসী ডা: নুরুল ইসলাম।

অনুষ্টান শেষে সংগঠনের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক রোকশানা পারভীনের মৃত্যুতে শোকাহত পরিবার প্রতি গভীর সমবেদনা ও তাহার রুহের মাগফিরাত কামনা করা হয়। মোনাজাত করেন সংগঠনের সহ-সভাপতি এম এ নাসির সুজা।

অন্যান্যদের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার এর সহ-সভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, এম এ নাসির সুজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, মেম্বারশিপ সেক্রেটারি এম এ মতিন, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন কবির, নারী ক্ষমতায়ন ও শ্রম বিষয়ক সম্পাদক শেলী রানী দেব, শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ সাগর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকশানা আহমেদ পলি, নির্বাহী বিষয়ক অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, নেছার আহমেদ জামাল,জেসমিন নাহার, সাধারণ কয়ছর আহমেদ কাওসার, ঈসা তালুকদার, সদস্য নীলা বেগম, আনিকা সুলতানা নওরীন, সাগর আহমেদ প্রমুখ।

৬০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।