হরিপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসে ঘুষ লেনদেনের সময় হিসাবরক্ষণ অফিসার শেরিকুজ্জামান ও সিনিয়র অডিটর আবদুল হান্নানকে হাতেনাতে আটক করেছে দুদক।
দুদক উপপরিচালক জানান, হরিপুর উপজেলার আব্দুল হামিদ নামে এক নৈশ্যপ্রহরী গত ৫ ফেব্রুয়ারি তার অবসরজনিত পেনশন ভাতার জন্য হরিপুর হিসাবরক্ষণ অফিসে কাগজপত্র জমা দেন। কিন্ত আজও তা নিষ্পত্তি করা হয়নি।
সোমবার (১৭ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা দুর্নীতি দমন কমিশন সমম্বিত কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক ও উপপরিচালক আজমির শরীফ মারজীর নেতৃত্বে দুদকের একটি টিমের তাদের আটক করেন।
দুদক উপপরিচালক আরও জানান, একপর্যায়ে হিসাবরক্ষণ অফিসারের কক্ষে একটি দেনদরবার হয় এবং কাজের জন্য ২২ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ১৭ হাজার টাকা নিয়েও তারা কাজটি করেনি। বাধ্য হয়ে তিনি গত ১৩ মার্চ দুদকের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতে দুদক।