raising sylhet
ঢাকাশনিবার , ১১ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

অবরোধের সমর্থনে সিলেট মহানগর বিএনপির মিছিল সমাবেশ

rising sylhet
rising sylhet
নভেম্বর ১১, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন- বিএনপি আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছে। ভোটাধিকার ফিরে পেতে রবি ও সোমবারের সর্বাত্মক অবরোধ সফল করতে হবে। দেশে আর কোন পাতানো নির্বাচনের বাকশালী স্বপ্ন পূরণ হতে দেয়া হবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতন্ত্রের বিজয় ঠেকানো যাবেনা।

তিনি শনিবার বিকেলে নগরীর বন্দরবাজার এলাকায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে রবি ও সোমবারের অবরোধের সমর্থনে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Advertisements

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুর্শেদ আহমদ মুকুল, হুমায়ুন আহমদ মাসুক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিএনপি নেতা আফজাল উদ্দিন, নাদির খান, শুয়াইব আহমদ শুয়েব, শেখ কবির আহমদ, মঞ্জুর হোসেন মঞ্জু, সবুর আহমদ, মিজানুর রহমান মিজান, লুৎফুর রহমান মোহন, বাচ্চু মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান, বিএনপি নেতা মামুন ইবনে রাজ্জাক রাসেল, রফিকুল ইসলাম রফিক, ফয়েজ আহমদ মুরাদ, সৈয়দ রহিম আলী রাসু, সুলেমান আহমদ সুমন, আব্দুল মান্নান, আব্দুল ওয়াহিদ সুহেল, আজিজ হোসেন আজিজ, যুবদল নেতা কয়েস আহমদ, জামিল আহমদ, আলী আহমদ আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, বিএনপি নেতা খুরশেদ আহমদ খুশু, রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, ফরহাদ আহমদ, সালেক আহমদ, ইফতেখার আহমদ পাবেল, কায়সার আহমদ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, বিএনপি নেতা অজি মোহাম্মদ কায়সার, মুস্তাক আহমদ, এনামুল আজিজ মুন্না, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ ও সৈয়দ আমির আলী প্রমূখ।

২৮৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।