
মহানগরীর বন্দরবাজার এলাকার নাগরী চত্বরে সিলেট জেলা প্রশাসন ও সিলেট বিআরটিএ’র উদ্যোগে অবৈধ সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চলে।এসময় ১২জন অটোরিকশা চালককে জরিমানা ও সতর্ক করা হয়।
সিলেট সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) মাহমুদ আশিক কবির জানান, মহানগরীর বন্দরবাজার থেকে শেখঘাট, লামাবাজার, এম.এ.জি ওসমানী মেডিকেল, সুবিদবাজার, আখালিয়া, তেমুখি ও বাইপাস রোডে চালিত সকল সিএনজিচালিত অটোরিকশার কাগজ-পত্রাদি, চালকের লাইসেন্স এবং গাড়ির ফিটনেস্ ও ইন্সুরেন্স যাচাই-বাছাই করা হয়েছে।
এসময় ১২জন অটোরিকশা চালককে জরিমনা ও সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
এমন অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।
সিলেট জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে এই অভিযান উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট অফিসের কর্মকর্তা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও পুলিশ সদস্যরা।