raising sylhet
ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি অনলাইন প্রতারণার শিকার

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি অনলাইন প্রতারণার শিকার হয়েছেন। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) একটি অভিযোগ দায়ের করেছেন।

দীঘির অভিযোগের ভিত্তিতে মাঠে নামে ডিবি পুলিশ। এরই মধ্যে প্রতারণায় জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ডিবি কার্যালয়ে থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বিকাশের নির্দিষ্ট নম্বর থেকে একটি কল আসে। আমার বিকাশ নম্বর বন্ধ করে দেওয়ার কথা বলে। আমার অ্যাকাউন্টে অনেক টাকা ছিল, তাই আমি ওই কলে অনেকক্ষণ ধরে কথা বলি।

আমি শুটিংয়ের কাজে ও স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত ছিলাম। তাই মাথা তেমন কাজ করেনি।

প্রতারকরা আমার ওটিপি নম্বর চায়। আমি ভেবেছিলাম পিন নম্বর না দিলে সে আমার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। তাই ওটিপি নম্বর দেই। এরপর দেখি অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নেই। প্রতারকরা আমার পরিচয় জানতো, আমার সাথে এমনভাবে কথা বলেছে যে আমি তাদের বুঝতে পারিনি। পরবর্তীতে বিষয়টা বুঝতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমি লিখিত অভিযোগ করি।

১৪২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।