ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অভিনেত্রী রিয়ার ব্যক্তিজীবনে টানাপোড়েন, স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অ ভি যো গ

rising sylhet
rising sylhet
জুলাই ২৯, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- অভিনেত্রী রিয়ার ব্যক্তিজীবনে টানাপোড়েন, স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অ ভি যো গ। টেলিভিশনের পরিচিত মুখ রিয়া গঙ্গোপাধ্যায়ের জীবন যেন বাস্তবের এক কঠিন নাটক হয়ে উঠেছে। যিনি একসময় বলিউডে নিজের জায়গা তৈরি করার পথে ছিলেন, আজ তিনি আলোচনায় এসেছেন ব্যক্তিগত জীবনের টানাপোড়েনকে ঘিরে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন তার স্বামী অরিন্দম চক্রবর্তী এবং এক জুনিয়র শিল্পী, রুমেলি গঙ্গোপাধ্যায়।

রিয়ার দাবি, রুমেলির সঙ্গে তার স্বামীর সম্পর্ক বহুদিন ধরেই চলছিল। এমনকি তারা এক সময় লিভ-ইন সম্পর্কেও ছিলেন বলে জানা গেছে। সম্প্রতি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, যখন রিয়া জানান—তার অনুপস্থিতিতে রুমেলি নিয়মিত অরিন্দমের সঙ্গে দেখা করতেন এবং বর্তমানে দুজনে একসঙ্গেই থাকছেন।

একটি লাইভ ভিডিওতে এসে রিয়া বলেন, এই সম্পর্কের প্রতিবাদ করায় তার বাবা-মাকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি অরিন্দম তাদের বাড়ির দরজা ভেঙে দেওয়ারও হুমকি দিয়েছেন বলে অভিযোগ রিয়ার। পাল্টা অরিন্দমও রিয়ার বিরুদ্ধে ফোন চুরির অভিযোগ এনেছেন। রিয়া অবশ্য বলেন, সেই ফোনেই রয়েছে সম্পর্কের প্রমাণ।

বিচ্ছেদ এখনো আইনি পর্যায়ে না পৌঁছানোয়, রিয়া এখনও অরিন্দমকে “স্বামী” বলেই সম্বোধন করছেন। তিনি জানান, সংসার বাঁচাতে বহু চেষ্টা করেছেন, কিন্তু সব ব্যর্থ হয়েছে। তার কথায়, “কখনো ভাবিনি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কিন্তু আমি আইনের উপর আস্থা রাখি, সত্যের জয় হবেই।”

রিয়া রুমেলির উদ্দেশে কড়া ভাষায় বলেন, “তোমাকে প্রতিযোগী ভাবার মতোও মনে করিনি। তুমি এসেছো টাকার লোভে। তবে মনে রেখো, এই ধরনের সম্পর্ক বেশিদিন টেকে না।”

এই পুরো ঘটনা এখন ইন্ডাস্ট্রিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সহকর্মী ও অনুরাগীদের একাংশ রিয়ার পাশে দাঁড়িয়েছেন, ন্যায়ের জন্য তার লড়াইকে সমর্থন জানিয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।