রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে দশটায় হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে রুহেল মিয়া (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
রুহেল আটপাড়া গ্রামের সাইজুল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো গতকাল রাতেও রুহেল নিজ কক্ষে ঘুমাতে যান। রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কক্ষের দরজা ভেজানো অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন রুহেলকে ডাকতে গিয়ে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার দেহ ঝুলতে দেখেন।
দেহটি নামিয়ে পরিবারের লোকজন প্রথমে রুহেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কী কারণে রুহেল আত্মহত্যা করেছেন তা বলতে পারেনি পুলিশ। তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, প্রেম সংক্রান্ত কারণে তিনি আত্মহত্যা করেছেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী আত্মহত্যার বিষয় নিশ্চিত করে বলেন, ওই যুবকের আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।