
পল্টনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি মো. সজিব কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার এই ছাত্রলীগ নেতা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল আয়োজনে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করতেন বলে জানা গেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে পল্টনের চামেলীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।