
অভিষেক সম্পন্ন হয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির । শনিবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভিষেক অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যূত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবসহ সকল শহীদ এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রদর্শন করা হয় শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে নিয়ে ‘এখন টিভি’ সিলেটের ব্যুরো প্রধান গোলজার আহমেদের নির্মিত প্রামাণ্যচিত্র। অনুষ্ঠানে অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।
এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবীর পাভেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লাস্কর রাব্বির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বক্তারা বলেন, প্রেস লিখা ভেস্ট পরা অবস্থায় সাংবাদিক তুরাব গুলিবিদ্ধ হয়েছে। যে পুলিশ কর্মকর্তা গুলি করেছেন তিনি সাংবাদিক পরিচয় জেনেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। হয়তো ব্যক্তি তুরাব অথবা সাংবাদিকতা পেশার প্রতি তার ঘৃণা ছিল। যে কারণে সাংবাদিক তুরাবকে ‘টার্গেট কিল’ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফটো সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশ-সমাজের বাস্তবচিত্র তুলে ধরেন। তারা দেশ ও সমাজের জন্য নিস্বার্থভাবে কাজ করেন। যার প্রমাণ জুলাই অভ্যুত্থানে নিজের জীবন আত্মোৎসর্গকারী ফটো সাংবাদিক শহীদ এটিএম তুরাব।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা রাজনৈতিক দলের লেজুড়ভিত্তি করলে নানা সম্যসার সম্মুখিন হতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। ঐক্য অপশক্তির দৌরাত্ম দূর করতে পারে। এটিএম তুরাব হত্যাকান্ডে জড়িতদের শাস্তির ব্যাপারে সিলেটের সাংবাদিক সমাজকে সজাগ থাকতে হবে।
বক্তব্য রাখেন- বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, দৈনিক নয়াদিগন্তের সিলেটের ব্যুরো প্রধান আব্দুল কাদির তাফাদার, দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, দৈনিক সমকালের ব্যুরো প্রধান ফয়সল আহমদ বাবলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি আশিক উদ্দিন আশোক, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার আমীর মাওলানা হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহিন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সিলেট মহানগরীর আমীর ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ চৌধুরী, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, ২০১৮ সালে সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, বর্তমান সভাপতি ইকরামুল কবীর, জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, ইমজা’র সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু।
এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেনের কোরআন তেলাওয়াত এবং সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাসের গীতা পাঠের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি হুমায়ূন কবীর লিটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও মো. দুলাল হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধের সংগঠক ও কলামিস্ট মো. আব্দুল ওদুদ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. শাহ রিয়াজ জামান পলাশ, সিলেট চেম্বারের সহসভাপতি মো. আব্দুস সামাদ, সিলেট মেট্রোপলিটন চেম্বারের ট্রেজারার মো. জহির হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক মো. আব্দুল কাদির সমছু, জিয়া মঞ্চের আহবায়ক সাহেদ আহমদ, গ্রীন ডিজেবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়োজিদ খান, হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব, মদন মোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খান, রহমানিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আতাউর রহমান সামছু।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিস রহমান, দৈনিক আধুনিক কাগজের সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেট প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, দৈনিক খবরপত্রের ব্যুরো প্রধান এম এ মতিন, দৈনিক ডেসটিনির সিলেট প্রতিনিধি আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, গাজী টিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, দৈনিক আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি ইয়াহইয়া মারুফ, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মিঠু দাশ জয়, একাত্তর টিভির সিনিয়র রির্পোটার আব্দুল মুহিত দিদার ও স্টাফ রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ, দৈনিক সিলেটের ডাকের রিপোর্টার ইউনুস চৌধুরী, ইমজার সহসভাপতি আলমগীর হোসেন, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আহবায়ক ও ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার মাসুদ আহমদ রনি, সিলেটে উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের খবর সিলেটের প্রতিনিধি শাকিলা ববি, চ্যানেল টুয়েন্টি ফোরের সিলেট প্রতিনিধি আজহারুল ইসলাম শিমুল, নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন সেলিম আহমদ, ইনডিপেনডেন্ট টিভির ক্যামেরাপার্সন মোজাম্মেল হক, এটিএন নিউজের ক্যামেরাপার্সন রুবেল আহমদ, দৈনিক শ্যামল সিলেটের রির্পোটার তাইনুল ইসলাম, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আফতাব উদ্দিন, সহসভাপতি শেখ আব্দুল মজিদ, সহসাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রেজা রুবেল, কার্যকরি সদস্য ইফসুফ আলী, আজমল আলী, শাহ মো. কয়েস, শংকর দাস, মো. শাহীন আহমদ, আনিস মাহমুদ, মো. ইকবাল মুন্সি, এইচ এম শহিদুল ইসলাম, নূরুল ইসলাম-২, একরাম হোসেন, মো. আব্দুল খালিক, মামুন হোসেন, সহযোগী সদস্য রত্মা আহমদ তামান্না ও শিপন আহমদ।