• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

অরক্ষিত রেলক্রসিং দুর্ঘটনায় যুবকের মৃত্যু

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৩
অরক্ষিত রেলক্রসিং দুর্ঘটনায় যুবকের মৃত্যু

যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় ৬ জানুয়ারি শুক্রবার সকাল ৭ টার দিকে ট্রাক টার্মিনাল এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাসুম সরদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত মাসুম সরদার উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত খালেক সরদারের ছেলে। তিনি মহাকাল স্কুল অ্যান্ড কলেজের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ৭টার দিকে টার্মিনাল সংলগ্ন অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটার ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী মাসুম গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিবর্তন (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, সকালে বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বার পড়া হয়েছে।