রাইজিংসিলেট- আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে গুরুতর অভিযোগের ভিত্তিতে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়। ৩ জুলাই জারিকৃত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
আদেশ অনুযায়ী, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) ধারার আওতায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে তাৎক্ষণিকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিধি অনুযায়ী, সাময়িক বরখাস্তের সময় আনিসুর রহমান খোরাকী ভাতা পাবেন। জানা গেছে, ৫ আগস্টের পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, যা পলায়নের শামিল হিসেবে গণ্য করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।