ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ান শিবিরে বুমরাহর আঘাত, মোবাইলে দেখবেন খেলা

rising sylhet
rising sylhet
অক্টোবর ৮, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠেছে ৫ অক্টোবর। চতুর্থ দিনে এসে শুরু হচ্ছে স্বাগতিক ভারতের বিশ্বকাপ মিশন। প্রতিপক্ষ টুর্নামেন্টের সফলতম দল অস্ট্রেলিয়া। অজিদের ষষ্ঠ আর ভারতের তৃতীয় শিরোপা মিশন। এমন হাইভোল্টেজ ম্যাচে টসে হেরে ফিল্ডিং করবে ভারত। রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

সাম্প্রতিক পারফরম্যান্স ও ঘরের মাঠে খেলা বলে আত্মবিশ্বাসী রোহিত শর্মার দল। তবে চেন্নাইয়ে ৬ ওয়ানডের ৫টিতে জেতার সুখস্মৃতি থেকে অনুপ্রেরণা খুঁজছে অস্ট্রেলিয়া। এ ম্যাচটি ঘিরে স্বাগতিক সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ আয়োজক দেশ ভারতে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এ খেলা নিয়ে মেতে থাকবেন তার সর্মথকরা। বাংলাদেশেও রয়েছে ভারত-অস্ট্রেলিয়ার লাখ লাখ সমর্থক। তবে সপ্তাহের প্রথম কর্ম দিবস হওয়ায় হয়ত সেভাবে খেলাটি দেখা হয়ে উঠবে না সমর্থকদের। তবে হাতের মোবাইলের মাধ্যমে কিন্তু উপভোগ করা যাবে ম্যাচটি।

এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচই অনলাইনে দেখার সুযোগ রয়েছে। যদিও তার জন্য খরচ করতে হবে অর্থ। বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল বিডি। নগদ পেমেন্টে মাত্র ৬০ টাকা খরচে বিশ্বকাপের ম্যাচগুলো দেখার সুযোগ রয়েছে র‍্যাবিটহোলে। মোবাইল কিংবা পিসি, যে কোনো ডিভাইস থেকেই উপভোগ করা যাবে বিশ্বকাপের সবগুলো ম্যাচ। এছাড়া বিকাশ পেমেন্টের মাধ্যমেও একই প্ল্যাটফর্মে খেলা দেখার সুযোগ রয়েছে।

এ দিকে বাংলাদেশে এবারের বিশ্বকাপ সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে দুইটি প্রতিষ্ঠান। বেসরকারি চ্যানেল গাজী টিভি এবং টি-স্পোর্টসের পর্দায় দেখা যাবে এশিয়া কাপের লড়াই। এছাড়া ভারতের স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডির পর্দায়ও দেখা যাবে প্রতিটি ম্যাচ।

২২৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।