ঢাকাবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র গুলিসহ ৫ জন গ্রেফতার

rising sylhet
rising sylhet
মার্চ ১৬, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর রায়পুরার বাঁশগাড়িতে পুলিশী বিশেষ অভিযানে ২টি দেশীয় লোহার তৈরি ওয়ান সুটারগান আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজসহ ৫ জনকে গ্রেফতার করে থানা পুলিশ।
বৃহস্পতিবার বাশঁগাড়ী ইউনিয়নের হাজীবাড়ি বালুয়াকান্দি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার সকালে পুলিশ বাদী হয়ে রায়পুরা থানায় আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহার আইন ১৮৭৮ ধারায় তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা হয়েছে। বিকেলে পুলিশী প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, আবু হানিফা (৩৫), ফারুক (৩১), রাসেল (৪০), আলী আজগর (২৯) এবং কবির (২৮)। তারা সকলে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থক। গত ২ জানুয়ারী থেকে অস্ত্র ও হাতবোমাসহ আশারাফুল হক কারাগারে রয়েছেন।
বিষয় নিশ্চিত করেন উপপরিদর্শক ইকবাল ইউসুফ। পুলিশ বলছেন তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
জানা যায়, বাঁশগাড়িতে বর্তমান ইউপি চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হক গ্রুপের মধ্যে চলা আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচন দন্ধ চলে আসছিলো। দুই গ্রুপের মধ্যে কিছু দিন পর পর থেমে থেমে তাদের মধ্যে টেঁটা দেশীয় অস্ত্র নিয়ে যুদ্ধ সংঘটিত হচ্ছে। এতে উভয় পক্ষের
অনেক লোক নিহত হন। নিহতের পর চলে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর লুটপাট চাঁদার নামে চলে নৈরাজ্য।
রায়পুরা থানার উপপরিদর্শক ইকবাল ইউসুফ বলেন, ” গোপন সংবাদের ভিত্তিতে ১১ পুলিশ সদস্যের নিয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র রাখা, লুটপাট, ভাঙচুর ও অগ্নি সংযোগসহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে আজ বৃহস্প্রতিবার বিকেলে অস্ত্র আইনে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

১১৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।