raising sylhet
ঢাকাশুক্রবার , ১৫ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অ গ্নি কা ন্ডে অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

rising sylhet
rising sylhet
মার্চ ১৫, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে অগ্নিকান্ডে অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন ব্যবসায়ীর।

স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের সময় হঠাৎ করে মিরপুর বাজারের তেমুনিয়া এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুণের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। পরে যা মুহুর্তের মধ্যেই চার দিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুণ নিয়ন্ত্রনের চেষ্টা করলেও আগুণ দ্রুত ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। পরে খবর দেয়া হয় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের। তারা ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। ব্যবসায়ীদের ধারণা বৈদ্যুতিক সটশার্কিট থেকে আগুণের সূত্রপাত হতে পারে। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। তবে পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় আগুণ নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সটশার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, আগুণে ছোট বড় অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের সাথে কথা বলার পর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।

১৬৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।