আইন হাতে তুলে নিলেই পুলিশ অ্যাকশন নেবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সিলেট সফরকালে সিলেট মেট্রোপলিটনের (এসএমপি) এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা।
সাংবাদিকদের তিনি বলেন, ৫ আগস্টের সময় অনেক গাড়ি, থানা পুড়েছে। এখন পর্যন্ত তাদের একটি গাড়িও কিনে দেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার আরও উন্নয়ন হবে। সবমিলিয়ে এখনো পুলিশকে পুনর্গঠন করা যায়নি। রোজার সময় আপনারা দেখেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল। পুলিশের থেকে আশা অনেক। কিন্তু তাদের থাকা-খাওয়ার অনেক অসুবিধা রয়েছে। থাকা খাওয়ার উন্নতি করা দরকার। এ বিষয়টি মিডিয়ারও দেখা দরকার।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগের থেকে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। মব জাস্টিস ভয় পাচ্ছে না পুলিশ। আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই অ্যাকশন নেবে তারা।
পরে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির সবশেষ আপডেট নিয়ে আরেকটি প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ব্যাপারে নতুন কোনো আপডেট নেই। তবে, আমরা ইতোমধ্যে অফিসিয়ালি সব কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি।
এসময় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল থেকে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় যারা লুটপাট করেছে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না। ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। এ ক্ষেত্রে তারা কার আত্মীয়, কার স্বজন এসব কোনোকিছুই বিবেচনা করা হচ্ছে না। যে অন্যায় করেছে, তাকেই আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সবার প্রতি একটাই অনুরোধ, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।
এ ছাড়া পুলিশের ভ্যান থেকে আসামি ছিনতাই সম্পর্কে তিনি বলেন, এসব অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। তবে, অ্যাকশন নিতে কিছুটা দেরি হয় কেননা অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে।