
রাইজিংসিলেট- আসন্ন আইপিএল মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। নিলামের আগে শনিবার (১৫ নভেম্বর) ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার শেষ সময়। এই সময়ের মধ্যেই বেশ কিছু উল্লেখযোগ্য ট্রেড সম্পন্ন হয়েছে।
সবচেয়ে আলোচিত অদলবদল হয়েছে রবীন্দ্র জাদেজা এবং সঞ্জু স্যামসনকে ঘিরে। দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে জাদেজা আনুষ্ঠানিকভাবে চেন্নাই সুপার কিংস ছেড়ে ১৪ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন। জাদেজার বিপরীতে ১৮ কোটি রুপির বিনিময়ে উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন চলে গেছেন চেন্নাইয়ে। জাদেজার সঙ্গে ২.৪ কোটি রুপির অলরাউন্ডার স্যাম কারানও ট্রেড হয়ে রাজস্থানে পা রেখেছেন।
এদিকে ভারতীয় পেসার মোহাম্মদ শামিও দল বদল করেছেন। সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে তিনি ১০ কোটি রুপিতে যোগ দিয়েছেন লখনৌ সুপার জায়ান্টসে। একই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স নিজ দল আরও শক্তিশালী করতে ফিরিয়ে নিয়েছে শার্দুল ঠাকুরকে, যিনি লখনৌ থেকে ২ কোটি রুপিতে ফিরেছেন পুরনো দলে। গুজরাট টাইটান্স ছাড়িয়ে ২.৬ কোটি রুপিতে বিধ্বংসী ব্যাটার শেরফান রাদারফোর্ডকেও নিজেদের দলে ভিড়িয়েছে মুম্বাই।
এ ছাড়া অর্জুন টেন্ডুলকার, মায়াঙ্ক মারকান্দে, নিতীশ রানা এবং দোনোভান পেরেইরার দলবদলও হয়েছে এবার। রাজস্থান রয়্যালসে খেলা নিতীশ রানা ৪.২ কোটি রুপিতে ট্রেড হয়ে গেছেন দিল্লি ক্যাপিটালসে। গত মৌসুমে তিনি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করেছিলেন এবং পরে রাজস্থানে যোগ দিয়েছিলেন।
শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার মুম্বাই ছেড়ে এবার লখনৌ সুপার জায়ান্টসে পাড়ি জমিয়েছেন। দোনোভান পেরেইরাও দিল্লি ক্যাপিটালস থেকে ফিরে এসেছেন রাজস্থানে, যেখানে তাঁর পারিশ্রমিক ৭৫ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি রুপিতে।