আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান লিলু (৪৮) খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। লিলু উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া গ্রামে মৃত আরজু মিয়ার ছেলে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনুপম দেবনাথ বলেন, ‘মনিরুজ্জামান লিলু খুনের ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আসামী সংখ্যা উল্লেখ্য নেই। অজ্ঞাতনামা আসমী করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। দোষীদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।
আজ শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে নিহতের স্ত্রী মো. তাসলিমা বেগম (৩৫) বাদি হয়ে বিশ্বনাথ মডেল থানায় এই মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ মডেল থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী।
এরআগে ১৪ আগস্ট (বুধবার) এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তাকে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনী ও পুলিশ।বিশ্বনাথে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে স্থানীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান লিলু (৪৮) খুনের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। লিলু উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া গ্রামে মৃত আরজু মিয়ার ছেলে।