নোয়াখালীর এক আওয়ামী লীগ নেতা পুলিশের জালে আটকা পড়েছে। তার নাম এম এ আজিজ (৬৭)। তিনি বর্তমানে কোতোয়ালি থানার পুলিশ হেফাজতে রয়েছে।
সোমবার রাতে চট্টগ্রাম নগরীরএকটি কমিউনিটি সেন্টার থেকে এম এ আজিজকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে।
এম এ আজিজ সাবেক সেতুমন্ত্রী ওবায়েদুল কাদেরের বিশ্বস্ত সহযোগী ছিলেন। তিনি চট্টগ্রামে ভাতিজার বিয়ের অনুষ্ঠানে এসে পুলিশের হাতে ধরা পড়েন।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, আওয়ামী লীগ নেতা আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে কিনা দেখা হচ্ছে। যাচাই-বাছাই চলছে। এম এ আজিজ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভা হাজিপুর হালিম কোম্পানির বাড়ি।
৬৪ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।