ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আকষর্ণীয় লুকেও ভক্তদের দৃষ্টি কাড়েন জয়া আহসান

rising sylhet
rising sylhet
মার্চ ১৩, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

বেশ সৌখিন জয়া আহসান। ফ্যাশন সচেতনও বলা যায় তাকে। শুধু নিজের অভিনয় দিয়ে নয়, নজরকাড়া পোশাকে আকষর্ণীয় লুকেও ভক্তদের দৃষ্টি কাড়েন এই অভিনেত্রী।

বুধবার (১২ মার্চ) জয়া আহসান তার ফেসবুক পেজে একটি রিলস প্রকাশ করেন। ওই ভিডিওতে জয়ার নতুন লুক দেখে অবাক বনে যান ভক্তরা। গোলাপি আভার শাড়িতে একেবারে অষ্টাদশী মনে হচ্ছিল অভিনেত্রীকে। তার নতুন হেয়ার কাট ও স্টাইলও মনে ধরেছে নেটিজেনদের।

সামাজিক যোগযোগমাধ্যমে প্রায়ই নিজের ছবি-ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন জয়া। সেই ধারাবাহিকতায় এবার হঠাৎই গোলাপি আভায় নতুন এক লুকে ধরা দিয়েছেন জয়া। রূপের দ্যুতি ছড়ানো সে ছবি প্রশংসা কুড়াচ্ছে ভক্ত ও নেটিজেনদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের নতুন নতুন লুক প্রকাশ করে ভক্তদের প্রশংসা কুড়ান জয়া। তবে আগের লুকগুলোর চেয়ে এবারের লুক বেশি নজড় কাড়ে নেটিজেনদের।

অন্যদিকে, এবার ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি’। আগামী ২৮ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাওয়ার কথা রয়েছে নতুন এ ওয়েব সিরিজটির।

এদিকে, এ পর্যন্ত ফিল্মফেয়ারে চারবার পুরস্কৃত হয়েছেন জয়া। এবার তার সামনে পঞ্চম অ্যাওয়ার্ডটি ঘরে তোলার সুযোগ। এবারের আসরে ‘বহুরূপী’ সিনেমায় অভিনয়ের জন্য জয়া মনোনয়ন পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে। তাঁর সঙ্গে মনোনয়ন তালিকায় আরও আছেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানী মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।

৪১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।