raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আকস্মিক বন্যার কারণে সিলেট বিভাগের ৭২ মোবাইল টাওয়ার অচল

rising sylhet
rising sylhet
আগস্ট ২২, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট বিভাগের সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে অচল হয়ে পড়েছে ৫টি মোবাইল কোম্পানির ৭২টি নেটওয়ার্ক টাওয়ার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগ থেকে আজ বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা বিকাল ৫টা পর্যন্ত হালনাগাদ করা তথ্য জানিয়েছে।

আকস্মিক বন্যার কারণে এসব টাওয়ার এখন অচল। ফলে ব্যাহত হচ্ছে মোবাইল যোগাযোগ।

দেশে সবচেয়ে বেশি ৬০৯টি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা এলাকায়। ফেনী এলাকায় ৪৬৬টি, নোয়াখালীতে ৩৪৪টি, চট্টগ্রাম জেলায় ১৯৪টি টাওয়ার অচল হয়ে পড়েছে।

বিটিআরসির তথ্যানুসারে, সারাদেশে ১২ জেলার ২ হাজার ২৫টি মোবাইল টাওয়ার বন্যার কারণে অচল হয়ে গেছে।

এর মধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজারের ৪২টি, সুনামগঞ্জের ২৪টি এবং হবিগঞ্জের ৬টি টাওয়ার রয়েছে।

আজ বিকাল অবধি দেশের ১৬ দশমিক ৭ শতাংশ টাওয়ার অচল হয়ে পড়ে।

এদিকে, বন্যাকবলিত এলাকায় নেটওয়ার্ক সহযোগিতা দিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ১০টি ভি-স্যাট প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ৫টি ভি-স্যাট পাঠানো হয়েছে ফেনীতে।

৩৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।