• ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আগামীকাল বুধবার সিলেট মহানগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

risingsylhet.com
প্রকাশিত মার্চ ১৪, ২০২৩

বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিস দিয়ে চলেছে কর্তৃপক্ষ। এবার টানা ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে তারা।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন আজ মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, আগামীকাল বুধবার সিলেট মহানগরীর বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুন বাজার, উত্তর বালুচর, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, আল-ইসলাহ, ফোকাস ও আশপাশের এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৫টা অবধি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১১ কেভি বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ, গাছ-পালার শাখা-প্রশাখা কর্তনের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

১৬ বার পড়া হয়েছে।