raising sylhet
ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল শনিবার সংহতি সমাবেশ সফল করুন

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৯, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

লাক্কাতুরা, কেওয়াছড়া, দলদলি সহ এনটিসি’র সকল বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ ও বাগান রক্ষার দাবিতে আগামীকাল ৩০ নভেম্বর শনিবার বিকাল ৩টায় সিলেট বিভাগীয় স্টেডিয়াম এর টিকেট কাউন্টার এর সামনে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন, সিলেট জেলা শাখার উদ্যোগে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

Advertisements

সংহতি সমাবেশে বক্তব্য রাখবেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আব্দুল করিম কিম, রবীন্দ্র সঙ্গীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, স্থপতি রাজন দাস, সাংবাদিক দেবাশীষ দেবু, চা শ্রমিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক হৃদেশ মুদি, চা শ্রমিকদের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক সবুজ তাঁতি সংগঠন এর জেলা সভাপতি বীরেন সিং এক বিবৃতিতে চা বাগানের সকল শ্রমিক ও সমাজের বিবেকবান সকলের উপস্থিতি থাকার আহবান জানান।

২২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।