• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আগামীকাল সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টিপাত হতে পারে

risingsylhet.com
প্রকাশিত এপ্রিল ২, ২০২৩

আগামীকাল সমবার (৩ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টিপাত হতে পারে। রবিবার (২ এপ্রিল) ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটি জানিয়েছে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে সোমবার সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আগামী তিনদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।

১৮ বার পড়া হয়েছে।