আগামী জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে প্রার্থী হওয়ার কথা ঘোষণা দিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক উপদেষ্টা, সাবেক বিরোধীদলীয় হুইপ, সাবেক এমপি সেলিম উদ্দিন। আর ঘোষণার সময় মুহুর্মূহু করতালীর মাধ্যমে স্বাগত জানান উপস্থিত জনতা।
সেলিম উদ্দিন সেখানে বলেন, পার্টির নির্দেশে আমি জকিগঞ্জ-কানাইঘাটে নির্বাচন করেছিলাম। সেখানে এমপি হয়ে মানুষের সেবায় কাজ করে উন্নয়নের নজির সৃষ্টি করেছি। এখন আমার জন্মমাটি বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে নির্বাচন করে এই এলাকার মানুষের আশা আকাংখার প্রতিফলন ঘটাতে চাই। লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে পল্লীবন্ধু এরশাদের ধারা ফেরাতে চাই। পার্টির পক্ষ থেকে আমাকে এখানে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। আগামী নির্বাচনে এ আসনটি পুনরুদ্ধার করতে চাই।
সেলিম উদ্দিন বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিয়ানীবাজার উপজেলা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম লুকু এবং যুব সংহতি নেতা ময়নুল ইসলাম অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন, জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক এম ইকবাল আহমদ, সিলেট মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, যুক্তরাজ্য জাতীয় পার্টির কোষাধ্যক্ষ মো. শাহজাহান, বিয়ানীবাজার পৌর জাতীয় পার্টির সভাপতি ইউনুস মাহমুদ, সহ সভাপতি সফিক উদ্দিন, সাধারণ সম্পাদক সফর উদ্দিন, দপ্তর সম্পাদক ইব্রাহিম আলী কটই, লাউতা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মুহিব আলী মেম্বার, মোল্লাপুর ইউনিয়ন সভাপতি সফিক আহমদ, সেক্রটারী লুৎফুর রহমান, দুবাগ ইউনিয়ন সভাপতি মো. আব্দুল্লাহ, চারখাই ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদির মাখন, কুড়ারবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডা. আব্দুল মান্নান , তিলপাড়া ইউনিয়ন সভাপতি নজমুল ইসলাম,নজমুল ্ইসলাম মেম্বার, শিব্বির আহমদ মেম্বার, আখতার আলী মেম্বার শ্রমিক নেতা ফখরুল ইসলাম, জাতীয় পার্টির প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমদ, যুব সংহতি ফয়েজ আহমদ, ছাত্র সমাজ নেতা সফিউর রহমান শাফি, মান্না,আহমদ, আহমদ রেজা চৌধুরী, সাহেদ আহমদ, উসমান উদ্দিন, শিমুল আহমদ, উসমান উদ্দিন।