raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আগামী জুনে ইন্দোনেশিয়ায় হচ্ছে না অনূর্ধ্ব-২০ পুরুষ ফুটবল বিশ্বকাপ

rising sylhet
rising sylhet
মার্চ ৩০, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

আগামী জুনে ইন্দোনেশিয়ায় হচ্ছে না অনূর্ধ্ব-২০ পুরুষ ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্ট কোথায় হবে সেটা অবশ্য জানায়নি ফিফা। তবে ইন্দোনেশিয়াকে নিষিদ্ধের বার্তা দিয়ে রাখল ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
ইন্দোনেশিয়ার কাছ থেকে আয়োজকস্বত্ব কেড়ে নেওয়ার পেছনে কোনো কারণ উল্লেখ করেনি ফিফা। এক বিবৃতিতে ফিফা জানায়, ‘বর্তমান পরিস্থিতিতে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ২০২৩ এর আয়োজক হিসেবে ইন্দোনেশিয়ার নাম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। যত দ্রুত সম্ভব নতুন আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে। প্রতিযোগিতার সময়সূচীতে আপাতত কোনো পরিবর্তন আসছে না। ’

আগামী ২১ মে থেকে ১২ জুন পর্যন্ত আসরটি হওয়ার কথা রয়েছে। ২৪ দলের এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে ইসরায়েল। কিন্তু দেশটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কূটনীতিক সম্পর্ক নেই ইন্দোনেশিয়ার। মুসলিম অধ্যুষিত দেশ হওয়ায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগোষ্ঠীকে সমর্থন করে। তাই ইসারায়েলের বিরুদ্ধে প্রতিবাদও করেন দেশটির মানুষেরা।

Advertisements

ইন্দোনেশিয়ার এক আঞ্চলিক নেতা ইসরায়েলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার দাবি জানান। তাছাড়া বালি প্রদেশের গভর্নর ওয়েইয়ান কোসতার ইন্দোনেশিয়ার ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে এ প্রদেশে ইসরায়েলের খেলায় অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানান।

এদিকে আয়োজকস্বত্ব হারানোর পর ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএসএসআই) সভাপতি এরিক থোহির বলেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি। আমাদেরকে ফিফার সিদ্ধান্ত মেনে নিতে হবে, কারণ আমরা সংস্থাটির সদস্য এবং তারা মনে করে চলমান পরিস্থিতি অব্যাহত থাকতে পারে না। আমাদেরকে মেনে নিতেই হবে।

৭৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।