ঢাকাশনিবার , ৫ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আগামী ডিসেম্বরে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে- পঙ্কী

rising sylhet
rising sylhet
এপ্রিল ৫, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আগামী ডিসেম্বরে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলেছেন,সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও সেক্রেটারী আব্দুল কাইয়ুম জালালী পঙ্কী । নির্বাচন না হতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। যদি সময় মতো নির্বাচন না হয়, তাহলে দেশে অনেক কিছু ঘটে যেতে পারে। সেজন্য জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে ডিসেম্বরে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। আর না হয় তাহলে রাজপথ বেচে নেব। তাই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীকে সময় মতো প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ বছর বিএনপি রাজপথে আন্দোলন করে গনতন্ত্র ও আইনের শাসন পুনরুদ্ধার করতে কাজ করেছে। কিন্তু মাঝখান থেকে এসে একটি পক্ষ সরকারে বসে কি করছে জনগন তা জানে। যারা এক সময় পাঞ্জাবি ক্রয় করার টাকা পায় নাই তারা এখন একশ টা গাড়ী দৌড়ায়। আর পাচঁ তারা হোটেলে ২৫-৩০ টা রুম বুকিং দেয়। এত টাকা তারা কোথায় পায়। বিএনপি যেভাবে ভেবেছিল সেভাবে এখন কিছু হচ্ছে না। নির্বাচনকে ৫ বছর পেছানোর পায়তারা চলছে। বিএনপি নেতাকর্মীরা বিগত ১৬ বছরে নির্যাতন গুম খুন সহ শত শত হাজার হাজার মামলার শিকার হয়ে জেল খেটেছে। বিএনপি আওয়ামী দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে বিগত আন্দোলনে যে ভূমিকা পালন করেছে ফলে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তাই দেশ ও নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে এরই বিরুদ্ধে বিএনপিসহ দেশপ্রেমিক জনগন লড়তে প্রস্তুত রয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) বাদ মাগরিব নগরীর ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাইদ মোঃ তাইফ তায়েফের পরিচালনায় অনুষ্ঠিত ওয়ার্ড কার্যালয়ে বিএনপির ঈদ পূনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম জালালী পঙ্কী উপরোক্ত কথাগুলো বলেন।

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সহ-সভাপতি আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, সহ-সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাসু, সিনিয়র সদস্য মনতাজ আহমদ ও আব্দুল হান্নান, বিএনপি নেতা দেওয়ান জাকির, মহনগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমদ, ক্রীড়া সম্পাদক শাহরিয়ার জালালী কাইজার, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধূরী সাকি, কোতয়ালী থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শেখ লিমনুজ্জামান, দপ্তর সম্পাদক জাকারিয়া হোসেন, ১১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহাদত হোসেন, সহ-সভাপতি মুজাহিদ খান গুলশান, সহ-সভাপতি আজমল আলী, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাইমিন শহিদ রাহী, ক্ষুদ্র ঋণ সম্পাদক জাহেদ আহমদ বাবু, ১৫ ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, সিনিয়র সদস্য মতিউর রহমান বেলাল, নাজিম উদ্দিন, রহিম মিয়া, মোঃ আলাউদ্দিন আহমদ, হানিফ আহমদ, খালেদ আহমদ, মোঃ সোহেল, মোঃ কিবরিয়া, মাহবুবুর রহমান মবু, সুমল ঘোষ, মোঃ আব্দুল্লাহ সাহেব প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।