ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য ফেঞ্চুগঞ্জে আসছেন দুই মন্ত্রী। মন্ত্রীর আগমন সফল করতে প্রস্তুতি হিসাবে গতকাল বৃহস্পতিবার (১২ই জানুয়ারি) উপজেলা পরিষদের উদ্যাগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভায় আলোচনা অংশ নেন সিলেট এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইনামুল কবীর, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, সহকারী কমিশনার (ভূমি) মেরিনা দেবনাথ, সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য নাহিদ হাসান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ এমরান উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম বাবুল, দৈনিক সমকাল প্রতিনিধি মামুনুর রশীদ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির খান, মেডিকেল অফিসার ডা. রাশেদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নুরুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল হাই নন্না, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমদ শাহ।সভা শেষে মাঠ পরিদর্শন করেন তারা।
ফেঞ্চুগঞ্জে মন্ত্রীদ্বয়ের আগমন সফল করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২১ জানুয়ারি উপজেলা সম্প্রসারিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনে আসছেন স্হানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। স্থানীয় সাংসদ হাবিবুর রহমান হাবিব। সম্প্রসারিত ভবন উদ্বোধন শেষে উপজেলা হ্যালিপ্যাড মাঠে জনসভায় যোগ দেবেন তারা।
৫ বার পড়া হয়েছে।