raising sylhet
ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আজ দেশে ফিরছেন বদরুজ্জামান সেলিম

rising sylhet
rising sylhet
নভেম্বর ৩০, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাজ্য থেকে রবিবার (১ ডিসেম্বর) দেশে ফিরছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত মহানগর বিএনপির সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিম। তিনি বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে রবিবার সকাল ১০ টায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছবেন।

বদরুজ্জামান সেলিম সিলেটের রাজননৈতিক অঙ্গনের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা ছাত্রদলের সভাপতিসহ বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক ও কবি নজরুল একাডেমির সভাপতিসহ সমাজিক ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন কমিটিতে দায়িত্বপালন করেছেন।

Advertisements

রবিবার সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছলে সিলেট মহানগর বিএনপির পক্ষে থেকে সংবর্ধনা প্রদান করা হবে। এতে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব ও নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।

৩১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।