ঢাকাসোমবার , ৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আজ বড়লেখায় আসছেন জামায়াতের আমীর ড. শফিকুর রহমান

rising sylhet
rising sylhet
জুন ৯, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আজ সোমবার (৯ জুন) ঈদ পুনর্মিলনী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে উজ্জীবিত হয়ে উঠেছেন দলীয় নেতাকর্মীরা। তাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

দলীয় সূত্র জানায়, আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী সমাবেশে ইসলামী ব্যাংক বড়লেখা  শাখার সামনে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

একই দিন সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে হবে মহিলা সমাবেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিকেল ৪টায় একই স্থানে অনুষ্ঠিত হবে অমুসলিম সমাবেশ। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া সমাবেশে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মুহাম্মদ কামাল উদ্দিন জানান, দীর্ঘদিন পর দলের আমীর ডা. শফিকুর রহমানের সরাসরি উপস্থিতি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে। আশা করি, ঈদ পুনর্মিলনী, মহিলা সমাবেশ ও অমুসলিম সমাবেশ দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে দলের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং জনসম্পৃক্ততা বাড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।