আজ বিকাল অথবা কাল সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সিলেট মহানগরের সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে আবারও কাজ শুরু করবেন বলে জানা গেছে। তথ্যটি জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. জাকির হোসেন খান (পিপিএম)।
তিনি রবিবার বিকালে মুঠোফোনে বলেন- ‘আমরা চেষ্টা করছি আজ বিকাল থেকেই সিলেটে ট্রাফিক পুলিশকে দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানোর। কোনো কারণে আজ না হলে কাল (রবিবার) সকাল থেকে অবশ্যই সিলেটে সড়কে থাকবে ট্রাফিক পুলিশ।’
উল্লেখ্য, হাসিনা সরকার পতনের পর জনরোষে পড়ে পুলিশশূন্য ছিলো পুরো সিলেট। এ দিনের পর থেকে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে নেই পুলিশ। এ অবস্থায় এগিয়ে আসেন শিক্ষার্থীরা। পরে বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে সিলেটে আনসার বাহিনী এবং গতকাল (শনিবার) থেকে ফায়ার সার্ভিস টিম সিলেট মহানগরে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে।
৪৫ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।