জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর নতুন দাম ঘোষণা করা হবে আজ, ২ জুলাই। বিকেল ৩টায় বাংলাদেশ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি)-এর শহিদ প্রকৌশলী ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি সূত্রে জানা গেছে, সৌদি আরামকোর ঘোষিত জুলাই মাসের সৌদি সিপি (Saudi CP) মূল্য বিবেচনায় নিয়ে নতুন দর নির্ধারণ করা হবে। ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সংবাদ সম্মেলনে।
উল্লেখ্য, সর্বশেষ গত ২ জুন এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। ওই সময় ১২ কেজির সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪০৩ টাকা নির্ধারণ করা হয়। আজকের ঘোষণায় এলপিজির পাশাপাশি অটোগ্যাসের নতুন দরও নির্ধারণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।