• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আত্মশুদ্ধি অর্জনে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে -মাওলানা সোহেল আহমদ

risingsylhet.com
প্রকাশিত মার্চ ৩০, ২০২৩

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ বলেছেন, মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। কুরআনের নাযিলের এই মাসে নিজেকে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তোলার সূবর্ণ সুযোগ রয়েছে। সমাজের সকল স্তরে ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। সামাজিক বৈষম্য দূর করে সাম্য ন্যয় বিচার প্রতিষ্ঠার শপথ নিতে হবে।

তিনি বুধবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর জালালাবাদ থানার ৮নং ওয়ার্ডের মদীনা মার্কেট এলাকায় হতদরিদ্রদের মাঝে ফুডপ্যাক উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

থানা আমীর মাওলানা ক্বারী আলা উদ্দিনের সভাপতিত্বে, সেক্রেটারী জুনাইদ আল হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা মুফতি মাওলানা মখছুছুল করীম, আলহাজ্ব মইনুল ইসলাম চুনু, আশফাক আহমদ, সমাজসেবী ফয়জুল হক, প্রভাষক দুলাল আহমদ, বদরুল হক, আব্দুল মাজিদ, ফয়সাল আহমদ, সমাজসেবী বিলাল আহমদ ও হুমায়ূন কবির প্রমূখ।

১৫ বার পড়া হয়েছে।