ঢাকাবৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আনুষ্ঠানিকভাবে হকৃবি আইসিটি সেলের উদ্যোগে প্রাতিষ্ঠানিক ইমেইল পরিষেবা চালু

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

ads

আনুষ্ঠানিকভাবে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) আইসিটি সেলের উদ্যোগে প্রাতিষ্ঠানিক ইমেইল পরিষেবা চালু করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের জন্য আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও তথ্য আদান-প্রদানের সুবিধার্থে এই ইমেইল পরিষেবা চালু করা হলো।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ প্রধান অতিথি হিসেবে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় এই ইমেইল পরিষেবার উদ্বোধন করেন।

এই পরিষেবার আওতায় শিক্ষক, কর্মকর্তাবৃন্দ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডোমেইনে (hau.ac.bd) ও শিক্ষার্থীবৃন্দ (student.hau.ac.bd) ডোমেইনে ইমেইল ব্যবহার করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নতুন পরিষেবা সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটি আমাদের জন্য খুবই সহায়ক হবে, কারণ একাডেমিক কাজের জন্য নির্ভরযোগ্য ইমেইল সিস্টেম প্রয়োজন ছিল।”

এ সময় তিনি বলেন, “প্রাতিষ্ঠানিক ইমেইল ব্যবহারের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে। এটি শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা, যোগাযোগ এবং তথ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, অন্যান্য শিক্ষক, কর্মকর্তারা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিটি সেলের টিম লিড প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল আশা প্রকাশ করেছে যে, এই উদ্যোগের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং শিক্ষার্থীরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উন্নত সেবা গ্রহণ করতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।