• ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে জেলা ও মহানগর বিডিইআরএম’র মতবিনিময় সভা

risingsylhet.com
প্রকাশিত জুন ১০, ২০২৩
আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে জেলা ও মহানগর বিডিইআরএম’র মতবিনিময় সভা

আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে জেলা ও মহানগর বিডিইআরএম’র মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি-সিলেট জেলা ও মহানগর দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর উদ্যোগে আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে জেলা বিডিইআরএম এর সভাপতি স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও সহ-সভাপতি শ্রীমতি লালের পরিচালনায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবন চালিবন্দরে শনিবার (১০ জুন) সকাল ১১টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়াও মতবিনিময় সভায় দলিত সম্প্রদায়ের শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে বলেন, এই মহানগরীতে যুগ যুগ ধরে আমরা স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছি। আমাদের দাবী শিক্ষা, চিকিৎসা, অন্যবস্ত্র ও বাসস্থান। মেয়র  প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী উপরোক্ত দাবীগুলো সাথে পুর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।

বার পড়া হয়েছে।