ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট মহানগরের কর্মী সম্মেলন

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৮, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন, অপরাধ প্রতিরোধ, সাংবাদিক সংস্থা সিলেট মহানগরের কর্মী সম্মেলন, আলোচনা সভা ও কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন, অপরাধ প্রতিরোধ, সাংবাদিক সংস্থা সিলেট মহানগরের সভাপতি হাজি মোহাম্মদ হারিছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন, অপরাধ প্রতিরোধ, সাংবাদিক সংস্থার চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, বৃহত্তর কাজির বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. জাহাঙ্গীর আলম, সোহাগ ট্রেড টুরসের স্বত্ত্বাধিকারী ও আম্বরখানা গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি ইসমাঈল হোসেন কয়েছ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আলী হোসেন আলম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন, অপরাধ প্রতিরোধ, সাংবাদিক সংস্থা সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক আলম আহমদ।

৪৬৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।