ঢাকাশনিবার , ৮ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আবারও দলীয় মনোনয়ন পেলেন সিলেটি বংশোদ্ভূত দুজন নারী

rising sylhet
rising sylhet
জুন ৮, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

বৃটেনের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল লেবার থেকে আবারও দলীয় মনোনয়ন পেলেন সিলেটি বংশোদ্ভূত দুজন নারী।

সিলেটের বিশ্বনাথের মেয়ে রুশনারা আলী ২০১০ সাল থেকে একই আসনে লেবার থেকে সংসদে চেয়ার দখল করে আছেন।৪ জুলাই নির্বাচনকে সামনে রেখে সবাই আশাবাদি এবার চেয়ার তার দখলেই থাকবে।

পূর্ব লন্ডনের বেথনালগ্রীন আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ রুশনারা আলী। পপলার ও লাইম হাউস থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ আফসানা বেগম।

সুনামগঞ্জের জগন্নাথপুরের মেয়ে আফসানা বেগম অল্প বয়সে রাজনীতিতে এসে লেবার পার্টি থেকে এমপি হয়েছেন। ইতিমধ্যে তিনি দলের বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হয়েছেন তাই এবারও লেবার তাকেই মনোনয়ন দিয়েছে। এবারের নির্বাচনে তাকে নিয়েও সবাই আশাবাদী।

১৮৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।