ঢাকাশনিবার , ১৬ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আবার বাড়তে শুরু করেছে চালের দাম

rising sylhet
rising sylhet
মার্চ ১৬, ২০২৪ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের বাজারে আবার বাড়তে শুরু করেছে চালের দাম। চালের দাম বৃদ্ধি পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ নিম্নবিত্ত-মধ্যবিত্তদের।

শুক্রবার (১৫ মার্চ) সিলেটের বাজার ঘুরে চালের দাম বৃদ্ধির তথ্য জানা গেছে। যদিও বাজারে আমন ধানের চালের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তারপরও বিআর-২৮, পাইজাম, গুটি ও মিনিকেট চালের দাম গত তিনদিনের ব্যবধানে কেজিতে ২ টাকা করে বেড়েছে।

জানা যায়, জাতীয় নির্বাচনের পরপর চালের দাম কেজিতে ৬ টাকা পর্যন্ত বেড়েছিল। এরপর কিছুটা কমে মাস দেড়েক স্থিতিশীল ছিল। এখন আবার মিল পর্যায়ে প্রতি বস্তা চালের দাম ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। বিক্রেতাদের দাবি তাদের কেনা দাম বেশি। এছাড়া উৎপাদন খরচ বেশি হওয়ায় ধানের দাম বেড়েছে।

প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বাজারে কোনো সুখবর নেই। নানান ধরনের ঘোষণা থাকলেও তার নেই বাস্তবায়ন।

ব্যবসায়ীরা জানান, চাল বেশি দামে কিনতে হচ্ছে তাদের। এছাড়া এখন পরিবহন খরচও বেড়েছে। তাই দাম বাড়তি। আমরা ভেবেছিলাম রোজার আগে সরকার চাল আমদানি শুল্ক কমিয়েছে, দাম নিম্নমুখী থাকবে। কিন্তু দাম বেড়ে যাবে সেটা ভাবিনি। গ্রাহকরা হঠাৎ দাম বৃদ্ধির জন্য আমাদের দোষারোপ করছেন। তবে আমরা বেশি দামে কিনছি বলেই বেশি দামে বিক্রি করছি।

যেসব মিলার বেশি দাম নিচ্ছে তাদের কঠোর মনিটরিং ও জবাবদিহি নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন কয়েকজন খুচরাও পাইকারি চাল ব্যবসায়ী।

ক্রেতার জানান, এই কয়েকদিন চালের দাম না বাড়লেও এখন সেটাও বেড়ে গেল। বাজারে সবকিছুর দাম বাড়ছে, চালের ব্যবসায়ীরা আবার পিছিয়ে থাকবেন কেন? এটি বাজারের একটি চিরাচরিত প্রবণতা হয়ে গেছে। সাধারণ মানুষের বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়েছে। সবাই সিন্ডিকেটের কাছে জিম্মি।

১৮৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।