ঢাকাশনিবার , ১৮ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

rising sylhet
rising sylhet
মার্চ ১৮, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

আবাসিক হোটেল থেকে ফরিদা বেগম (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) রাতে হবিগঞ্জ শহরের সিনেমা হল রোডের রেজা হোটেল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

হোটেলের তথ্য অনুযায়ী নিহত ফরিদা বেগম জেলার বাহুবল উপজেলার আলাপুর গ্রামের বাসিন্দা ও হোটেলটির ম্যানেজার আব্দাল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, রাতে আব্দাল ওই নারীকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সদর মডেল থানা পুলিশ সেখানে গিয়ে মরদহেটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে আব্দালকে আটক করে থানায় নেওয়া হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে থানায় নেওয়া হয়েছে। এ নিয়ে পুলিশের তদন্ত চলছে।

১১৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।