raising sylhet
ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আমাদের আরও সতর্ক ও সচেতন থাকতে হবে-আমির ডা. শফিকুর রহমান

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৯, ২০২৪ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ নিয়ে এখন চতুর্মুখী ষড়যন্ত্র চলছে বলেছেন,জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান । ফলে আমাদের আরও সতর্ক ও সচেতন থাকতে হবে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর পূর্বাচলের সি-শেল রিসোর্টে এক প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি।

সাবেক ছাত্র নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। যে যেখানে থাকুন না কেন আমাদেরকে দ্বিন কায়েমে নিরলস পরিশ্রম করতে হবে। জামায়াতের প্রতি মানুষের ভালোবাসার যে জায়গা তৈরি হয়েছে তা ধারণ করতে হবে। কোনোভাবে যেন তা নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবেন।’

Advertisements

ডা. শফিকুর রহমান বলেন, ‘এবার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের আর যাওয়ার জায়গা নেই। ভোগে নয়, মানুষের সেবা করার জন্যই আমাদের মন সবসময় প্রস্তুত রাখতে হবে। গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে। নিজেদের সব কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না।’

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক বিল্লাহ প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন।

৪২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।