ঢাকাবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আমিনপুর থানা যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মীসভা

rising sylhet
rising sylhet
মার্চ ২৩, ২০২৩ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আমিনপুর থানা যুবলীগের বিশেষ কর্মীসভা ।

গতকাল ২২শে মার্চ বুধবার বিকেল তিনটায় আমিনপুর আইনুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত কর্মীসভাটি অনুষ্ঠিত হয়।

প্রথমে পবিত্র কোরআন তেলোয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে পাবনা জেলা যুব লীগের যুগ্ন আহব্বায়ক শিবলী সাদিকের সঞ্চালনায় কর্মীসভায় সভাপতিত্ব করেন আলি মুর্তুজা বিশ্বাস সনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা ২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি। এছাড়া আরও উপস্থিত ছিলেন, আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু সহ বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটি,পাবনা জেলা কমিটি, উপজেলা ও ইউনিয়ন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ,ও আওয়ামী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় অতিথিরা তাদের বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান।
এর আগে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন।
স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সভাস্থল।

৯১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।